আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি রংপুর
grambanglanews24.com
grambanglanews24.com

হাড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরের জেলা দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এ জেলায় গতকাল সোমবার তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার জেলায় দেখা মিলেছে সূর্যের। তবে হিমেল বাতাসের প্রভাবে কমেনি শীতের তীব্রতা। ফলে হতদরিদ্র ও ছিন্নমুল মানুষের বাড়ছে দুর্ভোগ। প্রচণ্ড ঠাণ্ডায় কাজ করতে পারছেন না শ্রমজীবী মানুষজন। বিশেষ করে নির্মাণ ও কৃষি শ্রমিকরা পড়েছে চরম বিপাকে।

এদিকে জেলা প্রশাসন ৭০ হাজার কম্বল বিতরণ করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরো ৮০ হাজার শীতবস্ত্র চেয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *