সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমাহলে গিয়ে চলচ্চিত্র দেখার অনুমোদনের পর বিভিন্ন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখারও অনুমতি দেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে সে দেশের নারীরা স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখতে পারবেন বলে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের এক ঘোষণায় গত সোমবার জানানো হয়েছে।
এর আগে সেখানকার নারীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারতেন না। শুক্রবার থেকে স্টেডিয়ামে ঢুকে ফুটবল খেলা দেখবেন তারা।
সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল আহলি এবং আল বাতিন দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে ওই দিন। সেদিনই প্রথমবারের মতো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন নারীরা।
অবশ্য ২০১৭ সালের অক্টোবরে জেনারেল স্পোর্টস অথরিটি (জিএসএ) জানিয়েছিল, নতুন বছরের শুরুতেই তিনটি স্টেডিয়ামে নারীরা খেলা দেখার সুযোগ পাবেন।
জানা গেছে, স্টেডিয়ামগুলোতে শুধু পুরুষরা এর আগে খেলা দেখার সুযোগ পেতেন। নতুন আইনের ফলে স্টেডিয়ামে নারীদের বসার জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হবে। যেহেতু আগে নারীরা স্টেডিয়ামে ঢুকতে পারতেন না, সে কারণে তাদের বসার জন্য আলাদা কোনো ব্যবস্থা এতোদিন ছিল না।
সূত্র : সৌদি গেজেট