আইটেম গানে অংশ নেওয়া নারীরা আসলে যৌনকর্মী’

Slider
image_158359.item gaanযেসব নারী আইটেম গানে অংশ নেন তারা যৌনকর্মীর থেকে কম কিছু নন বলে মন্তব্য করেছেন ভারতের বিশ্ব হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক নবীন ত্যাগি। তিনি আরও বলেন, আইটেম গানে নাচা মেয়েদের যৌনকর্মী হিসাবে ডাকা উচিত।
মেয়েরা স্কুলে স্কার্ট পরে যান, এটারও ঘোরতর বিরোধিতা করে বক্তব্য পেশ করেন বিশ্ব হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক নবীন। ভারতের কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনের বিতর্কিত মন্তব্যে উত্তাল সংসদসহ গোটা ভারত। মন্ত্রী ক্ষমা চাইলেও বিতর্ক কমছে না, তার মাঝেই আবার নবীনের মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হল।
প্রসঙ্গত, বিজেপির হয়ে ভোট প্রচারে গিয়ে চরম বিদ্বেষমূলক মন্তব্য করে স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, ‘আপনারা ‘রামজাদে’ (রামের অনুগামী) না ‘হারামজাদে’-এর সরকার চান?’ তাঁর মতে যাঁরা রামের অনুগামী নন তাঁরা ভারতের বাসিন্দাই নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *