ইসরাইলে দুই মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

সারাবিশ্ব

image_158355.aইসরাইলের অর্থমন্ত্রী চিপি লিভনি ও আইনমন্ত্রী ইয়াইর লাপিদকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সংসদ ভেঙে দিয়ে শিগগির আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন তিনি। বাদ পড়া মন্ত্রী দুজনই সেন্ট্রিস্ট পার্টির নেতা। তাঁরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
বরখাস্ত করা দুই মন্ত্রীর কার্যক্রমকে এক ধরনের অভ্যুত্থান বলে আখ্যা দিয়েছেন বেনইয়ামিন নেতানইয়াহু। তিনি বলেছেন, সরকারি নীতিমালার সমালোচনার মুখে তাঁর পক্ষে জোট সরকার চালানো অসম্ভব হয়ে পড়ছিল। সরকারের ভেতর থেকেই কোন ধরনের সমালোচনা আর সহ্য করা হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বরখাস্তকৃত চিপি লিভনি ও ইয়াইর লাপিদ অভিযোগ করে বলছেন, ইসরাইলকে অহেতুক আগাম নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী।
যদিও আগাম নির্বাচন ইসরাইলের জন্য নতুন কিছু নয়। ইসরাইলের ৬৭ বছরের ইতিহাসে এখনকার সরকার হলো ৩২তম। কয়েকটি অর্থনৈতিক ও রাজনৈতিক নীতিমালা নিয়ে জোট সরকারের দলগুলোর মধ্যে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক খারাপ যাচ্ছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রীসভায় কট্টরপন্থী ইহুদিদের দলে টানতে পারেন প্রধানমন্ত্রী নেতানইয়াহু। সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *