শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুনের অভিযোগ

Slider গ্রাম বাংলা ঢাকা
images
grambanglanews24.com

 

 

 

 

 
রাতুল মন্ডল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমীর হোসেন মোল্ল্যা (৫৩) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর বিন্দুবাড়ি গ্রামের মৃত ছায়েদ মোল্লার ছেলে ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আমীর মোল্লা তার বাড়ির পাশে এক কর্নারে টিনশেড দিয়ে ছোট্ট ছাপড়া তৈরি করে রাত জেগে নিজেদের আখ ক্ষেত পাহাড়া দিতেন। পূর্বশত্রুতার জের ধরে এই জমি নিয়ে অনেক দিন থেকে একটি প্রভাবশালী মহলের সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার রাতে আমীর মোল্লার উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের ও পরিবারের লোকজন এগিয়ে গেল হামলাকারীরা পালিয়ে যায়। পরে সকালে সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধে পুর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *