সিলেট প্রতিনিধি :: বদলে যাচ্ছে আমাদের চারপাশ বদলাচ্ছে মানুষের জীবন যাত্রা। কিন্তু দীর্ঘ ১০ বৎসর যাবত বদলাচ্ছেনা সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার-কামালবাজার রাস্তা জীর্ন আবস্থা।
১০ বৎসর যাবত জড়াজীর্ন আবস্থায় অযত্নে অবহেলায় পড়ে রয়েছে লালাবাজার-কামালবাজার সড়ক। বিশেষ করে অত্র সড়কের মুন্সিরবাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের অবস্থা একেবারে বেহাল।
রাস্তায় ফাটল, বড় বড় গর্ত, নির্মানে ব্যবহৃত রড বের হয়ে যাওয়া এবং দু ধারের মাটি সরে যাওয়ায় রাস্তার অবস্থা একেবারে সংকটাপন্ন হয়ে উঠেছে। এ অবস্থায় যানচলাচল করলেও কর্তৃপক্ষ একেবারে নিরব।
সারাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে কিন্তু বদলায়নি কামালবাজার-লালাবাজার সড়কের ভাগ্য, আদৌ বদলাবে কি না বা কখন বদলাবে তাও কেউ বলতে পারছেনা। ফলে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের শেষ নেই।
বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবারের আশ্বাস এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। কবে যে এর ভাগ্য বদল হবে এ চিন্তায় বিভোর এলাকার অধিবাসীরা।
সিলেট জেলার দক্ষিণ প্রান্তের জনপদ দক্ষিণ সুরমা। এ উপজেলারই সর্বশেষ প্রান্ত কামালবাজার, তেতলী এবং বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম লালাবাজার-কামালবাজার সড়ক।
অত্র ইউনিয়ন সমূহের শতাধিক গ্রামের জনসাধারণকে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী, চাকুরীজীবী এবং অন্যান্য পেশার লোকজন এ রাস্তাকে ব্যবহার করে শহরমুখী হতে হয়। অথচ জনবহুল এ রাস্তার দীর্ঘ দিনের ভগ্নদশা
এলাকাবাসীর চলাচলের মারাত্মক দূভোর্গের সৃষ্টি করে।
জনপ্রতিনিধি বরাবরে বারবার যোগাযোগ করা হলেও মিথ্যা আশ্বাস বানী বার বার এলাকাবাসীর মনে দাগ কাটে। কবে যে এ রাস্তার উন্নয়নে প্রদক্ষেপ গ্রহন করা হবে তা নিয়ে সন্ধিহান এলাকার সর্বস্থরের জনসাধারণ।
অথচ বাসিয়া নদী তীর সংলগ্ন এ রাস্তার ধারেই রয়েছে হযরত আলী (রাঃ) একাডেমী, সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমিপুর দাখিল মাদ্রাসা, আল-হেরা একাডেমী সহ আরো নানা শিক্ষা প্রতিষ্ঠান। এ রাস্তা দিয়ে চলাচলে করেই ছাত্র/ছাত্রীদের শিক্ষা অর্জনে আসতে হয়। শুধু তাই নয় দক্ষিণ সুরমার সবজি আবাদকারী এলাকা হিসেবে বিখ্যাত তেতলী ইউনিয়নের শস্যউড়া, বনগাঁও, মুন্সিরবাজার, নিজগাঁও, গ্রামে সিলেটের উল্লেখ্যযোগ্য পরিমান সবজি উৎপাদিত হয়। অথচ রাস্তার ভগ্ন দশার কারনে কৃষকদেরকে শুধু দূর্ভোগ নয় বরং আর্থিক ক্ষেত্রেও মারাত্মক ক্ষতির সম্মুখিন হতে হয়।
স্থানীয় বনগাঁও গ্রামের অধিবাসী আধুনিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল কালাম জানান, অত্র এলাকার দীর্ঘদিনের দাবী কামাল বাজার-লালাবাজার রাস্তাটির সংস্কার। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেও এর কোন ফল না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রাস্তার দীর্ঘদিনের ভগ্ন দশা আগামী নির্বাচনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে তিনি মতামত ব্যক্ত করেন। তিনি অচিরেই রাস্তাটির সংস্কারের জোর দাবী জানান।
দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমদ জানান, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কর্তৃপক্ষ বরাবরে ইতিমধ্যে রাস্তাটির সংস্কারের আবেদন করা হয়েছে। তবে হবে যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে তিনি সু-নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।