ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রামা ট্রুপ-এর উদ্যোগে ‘কালার অব লাইফ ফেস্ট’ শীর্ষক শীতকালীন নাটক ও চিত্র প্রদর্শনী রোববার থেকে শুরু হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি চার দিনব্যাপী চলবে এই উৎসব ।
উৎসবে থাকছে তিনটি নাটক প্রদশর্নী। সেই সাথে রয়েছে প্রদশর্নী। রোববার বিকেল তিনটায় শিল্পী দিলারা সুলতানা সেতুর অঙ্কিত চিত্রকর্ম প্রদশর্নীর মাধ্যমে উৎসব শুরু হবে। প্রদশর্নী চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
উৎসবের প্রথম দিনে ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রামা ট্রুপ মঞ্চস্থ করবে মনোজ মিত্রের নাটক ‘ কাকাচরিত্র ’। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ নাটক মঞ্চস্ত হবে টিএসসি মিলনায়তনে।
৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে নাটক ‘ আমি তুমি’। এ নাটক প্রযোজনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড ষ্টাডিজ বিভাগ।
১০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড আর্টস স্টাডিস মঞ্জস্থ করবে অগাস্টস্টেইন বার্গের নাটক ‘ মিস জুলিয়ে।’ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। -বাসস