ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভকারীদের পিছু না হটার আহ্বান জানিয়েছেন শিরিন এবাদি। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেছেন।
গত সপ্তাহ থেকে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রয়টার্সের সঙ্গে কথা বলেন এবাদি।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবাদি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের ওপর অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধও করেছেন।
ইরানের মানবাধিকার আইনজীবী শিরিন এবাদি বলেন, ইরান সরকার যদি ইয়েমেন, সৌদি আরব, লেবানন এবং সিরিয়ার মানবাধিকা লঙ্ঘন নিয়ে কথা বলতে পারে, তাহলে আমেরিকাসহ অন্যান্য দেশেরও ইরানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলার অধিকার আছে।
তিনি বলেন, তেহরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে তা দুর্দশাগ্রস্ত ইরানিদের জন্য আরও বিপদ ডেকে আনবে।
গত বৃহস্পতিবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে মূলত অথনৈতিক দুরবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন স্থানীয় বিক্ষুব্ধরা। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে সোমবার পর্যন্ত ২১ জন নিহত হয়েছে বলেও জানা গেছে।
সূত্র : আরব নিউজ