গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাঠি ইউনিয়নের ইউপি’র চেয়ারম্যান, মো: বাচ্চু শেখকে প্রধান আসামি করে, কুদ্দুস শেখ,ফেরদাউস শেখ,কালু শেখ,আসলাম শেখ,ওহিদ শেখ সহ অঞ্জত আরো ১০ জনকে আসামি করে গোপালগঞ্জ বিঞ্জ সিনিয়র জুডিসিয়াল মেজিস্টেট এর আদালতে মামলা দ্বায়ের করা হয়েছে । যাহার নং-গোপা-সিআর-১০৭৪/১৭। কাঠি ইউনিয়নের তেলিগাতী গ্রামের লিটু শেখের স্ত্রী যুথি বেগম বাদি হয়ে এই মামলা করেন। মামলার জানা গেছে,গত নভেম্বর মাসের ২৬ তারিখ রবিবার রাত ৮ টার সময় বাদীর বসতবাড়ী তেলিগাতীতে আসামীগন বাদীর পুকুরের মাছ ধরে নিয়ে যায় । এ নিয়ে প্রতিবাদ করলে আসামী ইউপি’র চেয়ারম্যান, মো: বাচ্চু শেখের নেতৃত্বে আরো ৮/১০ জন দেশীয় অ¯্র নিয়ে বাদীর স্বামী লিটু শেখকে হাতুরি দিয়ে মাথায় আঘাত করে । বাদী যুথী বেগম স্বামীকে বাচাতে এগিয়ে এলে তাকে চুল ধরে মাটিতে ফেলে শারিরিক নির্যাতন সহ শ্লীলতাহানী ঘঁটায়। মামলার বাদী আরো জানান, তার গলায় থাকা ১ ভরি ওজনের সোনার চেইন,স্বামীর কাছে থাকা ৫৫ হাজার টাকা, ২ টি মোবাইল সেট, বসতবাড়ি ভেংগে ভিতরে প্রবেশ করে এলইডি টিভি সহ ভিবিন্ন ক্ষতি করে ।
এক পর্যায়ে লোকজন জড় হলে তারা পালিয়ে চলে যায় । পরে ঘঁটনাস্থলে আহত লিটু শেখকে প্রথমে কোটালীপাড়া ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় হস্তান্তর করে ।