বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে, তারা গণতন্ত্রের সব সংজ্ঞা পাল্টে দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল ইসলাম বলেন, উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে গণতন্ত্র। কিন্তু তারা বলছে, উন্নয়নের জন্য গণতন্ত্রের প্রয়োজন নেই। তারা যে গণতন্ত্রের কথা প্রচার করছে, তা রেজিমেন্টটেড গণতন্ত্র। অর্থাৎ নিয়ন্ত্রিত গণতন্ত্র।
জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক ফোরাম আয়োজিত ‘উন্নয়নের পূর্বশর্ত গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় মঙ্গলবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করে ফোরামের সভাপতি এইচ এম হারিছুল হক।