মোস্তাফিজুর রহমান দীপ,গাজীপুর অফিসঃ
ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ গাজীপুর মহানগরের ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইব্রাহিম সরকার বাদলের সঞ্চালনায় এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খায়রুল মাজেদ উচ্ছাসের সভাপতিত্বে ,সাবেক জননন্দিত ছাত্রনেতা এবং বর্তমা্নে মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এ বি এম নাসির উদ্দিন নাসির অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
আজ সন্ধ্যায় ২৫ ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়।মিছিলটি এ বি এম নাসিরের কার্্যালয় থেকে শুরু হয়ে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (ডুয়েট) এর সড়ক প্রদক্ষীন করে পুনরায় কার্্যালয়ের সামনে এসে শেষ হয়।এরপর আলোচনা সভা এবং কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্নার্ঢ্য আয়োজনে পালন করা হয়।