বিশ্বের সবচেয়ে দামি ভদকা ছিল ডেনমার্কের একটি বারে। তবে সম্প্রতি সে ভদকা মূল্যবান বোতলসহ চুরি হয়ে গেছে বলে জানিয়েছে বার কর্তৃপক্ষ।
সবচেয়ে দামি হিসেবে দাবি করা সে ভদকার মাত্র এক বোতলেরই দাম ছিল ১৩ লাখ ডলার (১০ কোটি টাকারও বেশি)।
ডেনমার্কের পুলিশ বিশ্বের সবচেয়ে দামি ভদকা চুরির এ ঘটনা তদন্ত শুরু করেছে।
শুধু ভদকাই নয়, ভদকার বোতলটিও অত্যন্ত দামি। সে ভদকার বোতলটি সোনা ও রুপা দিয়ে তৈরি। তবে এর ছিপিটি হীরাসজ্জিত। তাই সব মিলিয়ে অত্যন্ত মূল্যবান সে ভদকা।
ক্যাফে ৩৩ বারের মালিক ব্রায়ান আইসবার্গ জানিয়েছেন, বোতলটিতে পলিটিকাল থ্রিলার হাউস অব কার্ডস অনুসারে অলংকৃত।
বার থেকে সেই বোতলটি চুরি হয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি বার থেকে বোতলটি চুরি করেছে তার কাছে বারের একটি চাবি ছিল কি-না, তা নিশ্চিত নয় তারা। বিষয়টির তদন্ত করা হচ্ছে।
সূত্র : বিবিসি