গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার শেষ হওয়া জোড় ইজতেমা শুরু হয় গত শুক্রবারে।
জানা গেছে, মূল ইজতেমার ৪০ দিন আগে ১/৩ চিল্লা শেষ করেছেন যারা মূলত তারাই এ জোড় ইজতেমায় অংশ নেন। সারা বছরের কাজের মূল্যায়ন ও নতুন করে চিল্লায় অংশ নিয়ে আবার ঈমানী দাওয়াত নিয়ে আল্লাহর রাস্তায় দেশ-বিদেশে বেরিয়ে পড়বেন তারা।
আল্লাহ ও রাসূলের দ্বীনের পথে নিজে এবং অন্যদের দাওয়াত দিয়ে খাঁটি ঈমানদার মুসলমান হওয়ার কাজে ব্যস্ত থাকবেন তারা।
এবারের জোড় ইজতেমায় দেশ-বিদেশের প্রায় ৩ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানান।
ইজতেমার মুরব্বি প্রকৌশলী আব্দুন নূর জানান, দিল্লীর মাওলানা ইব্রাহিমের পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে জোড় ইজতেমা।
ইজতেমার মুরব্বি হাফেজ মাওলানা শাকিল জানান, ইজতেমা শেষে খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে প্রায় তিন হাজার জামাত ইজতেমার দাওয়াতি কাজে দেশ-বিদেশে বেরিয়ে পড়েন।
এর পরপরই শুরু হবে মূল ইজতেমার প্রস্তুতি। ৯ জানুয়ারি থেকে শুরু হবে মূল ইজতেমার প্রথম পর্ব।