বিএনপিকে নির্বাচনে যাবেই : খালেদা জিয়া

Slider রাজনীতি
grambnaglanews24.com
grambanglanews24.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি নির্বাচনে যাবেই। চাইলেও বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখা যাবে না।

তবে সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এই সরকার অবৈধ। আজকে দেশে গণতন্ত্র নেই। আজকে একব্যক্তির ইচ্ছানুযায়ী দেশ চলছে। একক ইচ্ছায় দেশ চলছে বলেই দেশ সামনে এগিয়ে যাচ্ছে না, পেছনে যাচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবে, বিনামূল্যে সার দেবে। আজকে চালের দাম ৭০ টাকা, সারের দাম তিনগুণ বাড়িয়েছে। আমাদের সময় ৩০০ টাকা ছিল সারের বস্তা, যা এখন ১২শ’ টাকা।

তিনি আরো বলেন, ‘এখন তারা (আওয়ামী লীগ) পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু হবে না। জোড়াতালি দিয়ে যদিও করে দেয় সেই সেতুতে কেউ ওঠবে না। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *