শ্রীপুরে বই ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

Slider ঢাকা শিক্ষা
নিজ মাওনা উচ্চ বিদ্যালয় য
grambanglanews24.com

 

 
রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বছরের প্রথম দিন সারা দেশেরমত গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রতিটা স্কুলে অনুষ্ঠিত হয় বই উৎসব।
সোমবার সকাল থেকে শ্রীপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করা হয়।

সকাল ১০টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রেহেনা আকতার। এরপর যথাক্রমে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়, মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওনা বহুমূখি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার সকল শিক্ষার্থীর হাতে হাতে তুলে দেওয়া হয় নতুন বছরে নতুন বই। এর মধ্যে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের নতুন বইয়ের সাথে একটি ব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছুঁয়ে গেছে শিক্ষক ও অভিভাবকদের মনও। শিক্ষার্থীদের হাতে বই ব্যাগ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল জলিলকে সাথে নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা রেহেনা আকতার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.রাকিবুল হাসান রাকিব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.রাশিদুল ইসলাম, সাবেক সভাপতি মো.রুবেল মিয়া প্রমূখ।

সূত্র জানায়, বই উৎসবে উপজেলায় প্রাথমিক পর্যায়ে মোট ৯১ হাজার ৮ শত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। তাঁর সাথে মাধ্যমিক পর্যায়ে (মাদ্রাসা শিক্ষাসহ) মোট ৪০ হাজার শিক্ষার্থীদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *