কুমিল্লার মনোহরগঞ্জে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিয়ে এক পরিবারের সকলকে অচেতন করে মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। নেশাজাতীয় দ্রব্য খেয়ে দুই স্কুল শিক্ষকসহ ওই পরিবারের ৯ জন গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে আজ মঙ্গলবার অসুস্থদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠায় এলাকাবাসী। গতকাল সোমবার রাতে উপজেলার পোমগাঁও গ্রামের উত্তর পাড়ার মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার পোমগাঁও গ্রামের উত্তর পাড়ায় স্কুল শিক্ষক দিদারুল আলমের ঘরে রাতের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে নেশাযুক্ত খাবার খেয়ে ওই পরিবারের সকলেই অচেতন হয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নেয়। আজ মঙ্গলবার সকালে বাড়ির লোকজন ওই পরিবারের সদস্যদের কোন সাড়া না পেয়ে তাদের সন্দেহ হলে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন উপজেলার পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদারুল ইসলাম ও আবুল হোসেন এবং ওই পরিবারের নারী ও শিশুসহ ৯ জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই ৯ জনকে উদ্ধার করে দ্রুত লাকসাম সরকারী হাসপাতালে প্রেরণ করে এলাকাবাসী।
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ওসি আবদুল হাই সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।