বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-র তীব্র সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বিশ্বের সবাই যখন বলছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো, তখন সিপিডি নেগেটিভ কথা বলছে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব কথা বলেন মন্ত্রী।
গত ২৭ নভেম্বর প্রকাশিত সিপিডির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের বের হয়ে আসা সম্ভব নয়। এ জন্য এখন থেকে আগামী এক দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হবে।
এ বক্তব্য প্রত্যাখ্যান করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব বিদেশে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা। আমরা যখন তা তুলে ধরছি, তখন কতকগুলো সংগঠন নেগেটিভ প্রচারণা চালাচ্ছে।