যুবলীগের নতুন কমিটিতে আসতে তুলকালাম কান্ড!

Slider ঢাকা

IMG_2780
 

উত্তরা প্রতিনিধিঃ  রাজধানীর ঢাকা মহানগর উত্তর যুবলীগে সাংগঠনিক কর্মতৎপরতা আগের তুলনায় দ্বীগুন গতিতে এগিয়ে চলছে। শেষ হয়েছে তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের সম্মেলনও। কর্মতৎপরতা চলমান এই পক্রিয়া হিসেবে বৃহত্তর উত্তরা এলাকায় স্থানীয় ওয়ার্ড কমিটি গুলো গঠনের কাজ প্রায় শেষর দিকে। ইতিমধ্যে  যে কোন সময় ওয়ার্ড ভিক্তিক কমিটিগুলো ঘোষণা করা হবে। এমন সময়ে নতুন কমিটিতে আসা নিয়ে স্থানীয় নেতারা নানা তদবিরে ব্যস্ত। কেউ কেউ কেন্দ্রীয় নেত্রীবৃন্দের নজর কাড়ার জোর চেষ্ঠা চালাচ্ছেন। আবার পদের মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা নিজস্ব বলয়ভুক্ত হয়ে কমিটিতে আসার চেষ্টা করছেন। পদের এমন প্রতিযোগিতায় অনেকে একে অন্যের প্রতি অভিযোগের আঙ্গুলও তুলছেন। কেহ কেহ ব্যক্তিগত ইমেজ নিয়ে কথা বলতে শুরু করেছেন।

স্থানীয় নেতাদের সাথে কথা বলে জানা যায়, এসব কাজের একটাই লক্ষ্য স্বীয় পদের প্রতিদ্বন্দ্বিকে ঘায়েল করা। সেরকমই একটি অভিযোগের কথা জানান, উত্তরা ৫১ নং ওর্য়াডের সভাপতি পদ প্রার্থী হাজী মো: ইফতেখারুল ইসলাম জুয়েল। তিনি গ্রাম বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর উত্তরা প্রতিনিধি কে জানান, কে বা কাহারা তাকে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রচারণা চালাচ্ছে। শুধু প্রচারেই ক্ষান্ত নয়, বৃহত্তর উত্তরা যুবদলের ক্রিয়া সম্পাদক ছিলাম বলে আমার কেন্দ্রীয় নেতৃত্বে কানে তোলা হয়েছে। এর উদ্যেশ্য হচ্ছে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করা। আমার বাবা সরাজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এক বিঘার উপর জমি হরিরামপুর ইউপির জন্য দান করেছেন। তিনি হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও তুরাগ থানা কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। আমি নিজেও ছোট বেলা থেকে আওয়ামী আদর্শে বিশ্বাসী।
এসময় তিনি বৃহত্তর উত্তরা যুবদলের একটি তালিকায় দেখান, যেখানে ক্রিয়া সম্পাদক পদে রয়েছেন, মো: জয়। তাহলে কেন তাকে যুবদলের ক্রিয়া সম্পাদক বলে প্রচার করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি শুনেছি আমাকে ক্রিয়া সম্পাদক দেখিয়ে একটি পক্ষ ভূয়া তালিকা নিয়ে দলীয় নেতাদের বিভ্রান্ত করছেন।

যুবদলের সংশ্লিষ্টতা বিষয়ে বিএনপির সেই কমিটির সভাপতি আজমল হুদা মিঠু  বলেন, যার কথা বলা হচ্ছে সে যুবদলের কেহ নয়। সে সময়ে যুবদলের ক্রিয়া সম্পাদক ছিলেন, মোঃ জয়।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সম্পাদক আবুল কালাম রিপন গ্রাম বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর উত্তরা প্রতিনিধি কে বলেন, ৫১ নং ওর্য়াডের সভাপতি পদ প্রার্থী হাজী মো: ইফতেখারুল ইসলাম জুয়েল। কে বা কারা তাকে বিএনপির সাথে জড়িয়ে প্রচারনা চালাচ্ছে তা বের করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, পদের জন্য কারো বিরুদ্ধে এমন নোংরা প্রচার ঠিক নয়। সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা অনুয়ায়ীই পদায়ন করা হবে সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *