হ্যাট্রিক করলেন মুশফিকুর রহিম

খেলা
image_158002.image_157686.580781_4878810087496_1258546615_n2ম্যান অব সিরিজ জয়ে হ্যাট্টিক করলেন বাংলাদেশের বর্তমান টেস্ট ও সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতে এই কীর্তি গড়লেন তিনি। ওয়ানডে সিরিজ জয় করা বাংলাদেশের শেষ তিন সিরিজেই ম্যান অব দ্য সিরিজ হলেন মুশফিকুর।
২০১২ সালের নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঐ সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে মুশফিকুরের দল। ঐ সিরিজে ব্যাট হাতে ৫ ম্যাচে ৫১ গড়ে ২০৪ রান করেন মুশফিকুর। এটি ছিল পুরো সিরিজের সর্বোচ্চ রান। ব্যাট ছাড়াও গ্লাভস হাতে উইকেটের পিছনেও সফল ছিলেন মুশফিকুর। ৭টি ক্যাচ ও ২টি স্টাম্পড আউট করেন তিনি। ফলে সিরিজ সেরার পুরস্কার পান মুশফিকুরই।
২০১৩ সালে অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। তিন ম্যাচের ঐ সিরিজে ব্ল্যাক ক্যাপসদের হোয়াইওয়াশ করে টাইগাররা। অর্থ্যাৎ ৩-০ ব্যবধানে সিরিজ জিতে মুশফিকুরের দল। ঐ সিরিজে তিন ম্যাচে ব্যাট করে ৪১ গড়ে ১২৩ রান করেন মুশফিকুর। আর গ্লাভস হাতে উইকেটের পিছনে ৫টি ক্যাচও নেন তিনি। ফলে ঐ সিরিজের সেরার পুরস্কারও উঠে মুশফিকুরের হাতে।
আর গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয় করা সিরিজেও সেরার পুরস্কার জিতেন মুশফিকুর। পাঁচ ম্যাচের সিরিজে ব্যাট হাতে ৪২ দশমিক ছয় শূন্য গড়ে ২১৩ রান করেন তিনি। এটি সিরিজের সর্বোচ্চ রান। এছাড়া উইকেটের পিছনে ৪টি ক্যাচ ও ২টি স্টাম্পড আউটও করেন মুশফিকুর। ফলে এবারও সিরিজ সেরার পুরস্কার পান তিনি। তাই ওয়ানডে সিরিজ জয় করা বাংলাদেশের শেষ তিন সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়ে হ্যাট্টিক করলেন ২৬ বছর বয়সী মুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *