ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষাঙ্গন আবর্জনামুক্ত রেখে শিক্ষা ও বসবাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. জহিরুল হক খন্দকার, শিক্ষক সমিতির সভাপতি ড. লুৎফল হক, সাধারণ সম্পাদক ড. আবু হাদী নূর আলী খান, প্রক্টর ড. হারুন-অর রশিদ, সহসভাপতি বিজয় কুমার বর্মনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ স্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে আগামী সপ্তাহ ছাত্রলীগের নেতা-কর্মীরা কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ঝুড়ি স্থাপন করে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাকৃবি ছাত্রলীগের সহসভাপতি ওয়াহাব রিন্টু।