নেপালের আর কোনও পর্বতেই একক অভিযানে যেতে পারবেন না পর্বতারোহীরা। আর এই নিষেধাজ্ঞায় রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টও।
দুর্ঘটনা কমিয়ে আনতেই গতকাল শুক্রবার নেপালের মন্ত্রিসভা পর্বতে একাকী অভিযান ‘ব্যান’ করে দেয়। পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
জানা গিয়েছে, নেপালের পর্বতারোহণ আইনে আরও কিছু সংশোধনী আনা হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা (দৃষ্টিহীন ও দু-পা হারিয়েছেন) যাঁদের রয়েছে, তাঁরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত এভারেস্টে অভিযানে গিয়ে মাঝমধ্যেই সমস্যাসঙ্কুল পরিবেশের মধ্যে পড়েন পর্বতারোহীরা। এমনকি তুষারঝড়ে চিরদিনের মতো হারিয়ে গিয়েছেন অনেক পর্বতারোহীও। তাই এবার পর্বতারোহণের নতুন মৌশুম শুরু হওয়ার আগে প্রাণহানি ঠেকাতেই নেপাল সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
সূত্র: এই সময়
