অর্জুনের সঙ্গে মধুচন্দ্রিমায় পাওলি দাম

Slider বিনোদন ও মিডিয়া

 

234622Kalerkantho_pic

 

 

দিনক্ষণ আগে থেকেই ঠিক ছিল। পাত্র ঠিক হয়েছিল তারও আগে।

গোহাটির ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গেই মনের বাঁধনে বাঁধা পড়েছিলেন পাওলি। অর্জুনের সঙ্গে অবশ্য কলকাতার যোগাযোগ ভালই। বিয়েটাও কলকাতাতে বেশ ভালভাবেই সম্পন্ন হয়েছে। বেশ খোশমেজাজে ছিলেন নায়িকা। গানের সুরে নাচতেও দেখা গিয়েছিল তাকে।

বিয়ের পরই গোহাটি চলে গিয়েছিলেন পাওলি। সেখানেই হয়েছিল বৌভাত। একপ্রস্থ রিসেপশনের পালা চলে সেখানে। নতুন পরিবারের সঙ্গে সময় কাটান নায়িকা।

বড়দিন কেটেছে দুবাইয়ে।

এবার পালা মধুচন্দ্রিমার। কয়টা দিন জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সঙ্গে একসঙ্গে কাটানোর সময়। তাই করছেন নায়িকা। অর্জুনকে নিয়ে সোজা পাড়ি দিয়েছেন জুরিখে। নিজের এই আনন্দের মুহূর্ত অবশ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে একটুও কার্পণ্য করলেন না পাওলি। পছন্দের সময়টা শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। নায়িকার ফেসবুক প্রোফাইলে উঠে এল মধুচন্দ্রিমার সে ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *