প্রকাশ্যে মূত্রত্যাগ দেখলেই এবার লাঠি

Slider বিচিত্র

092856103648-1457584306630630

 

 

 

 

কথায় আছে, স্বভাব যায় না…। এও যেন ঠিক তাই।

বারংবার নিষেধ করা সত্ত্বেও কানেই ওঠেনি কথা। রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্র মূত্রত্যাগ যেন ‘চলছে চলবে’। এবার এই প্রবণতা আটকাতে গান্ধীগিরির শরণাপন্ন হলো ভারতের গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন।

কর্পোরেশন কর্মীদের বলা হয়েছে, এখন থেকে রাস্তায় কাউকে প্রকাশ্যে মূত্রত্যাগ করতে দেখলেই তাঁর পিছনে দাঁড়িয়ে পড়ুন। প্রথমে সিটি মারুন। তারপর লাঠি দিয়ে ঠকঠক আওয়াজ করুন। নতুন এই পরিকল্পনার একটা নামও দেওয়া হয়েছে। ‘লাঠি, সিটি’ নামে এই অভিনব পরিকল্পনার মাধ্যমে ‘অপরাধী’র দিকে জনগণের দৃষ্টি আকর্ষণই মূল উদ্দেশ্য বলে কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে এটাই প্রথম নয়।

এর আগেই প্রকাশ্যে মূত্রত্যাগের জন্য জরিমানা ধার্য করেছে গ্রেটার হায়দরাবাদ কর্পোরেশন। এমনকি পরানো হয়েছে মালাও। এখন দেখা যাক, এই নতুন পথে সুদিন ফেরে কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *