‘সার্জিক্যাল স্ট্রাইক-২’ তিন পাকিস্তানিতে হত্যা করেছে ভারতীয় সেনারা

Slider সারাবিশ্ব

_ea0ad830-db9d-11e6-a538-54bd197a5a1b

 

 

 

 

ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সেনা ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের পক্ষ থেকে এ অভিযানকে ‘সার্জিক্যাল স্ট্রাইক-২’ নাম দেওয়া হয়েছে।
এর আগেও গত বছর ভারতীয় সেনারা একই ধরনের অভিযান পরিচালনা করেছিল, যার নাম দেওয়া হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। সে সময় এমন অভিযান আরও হতে পারে বলে জানানো হয়েছিল। আবারও একই ধরনের আক্রমণ করল ভারতীয় সেনারা।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় সোমবার রাতের আকস্মিক এ হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

এ অপারেশনকে প্রাথমিকভাবে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অ্যাখ্যা দেয়নি ভারতীয় সেনাবাহিনী। পরে অবশ্য অভিযানের সাফল্য প্রকাশিত হলে একে ‘সার্জিক্যাল স্ট্রাইক-২’ বলা হয়।

এবারের অভিযানে পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ১০ সদস্যের একটি বিশেষ দল নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের একটি সেনা চৌকিতে হামলা চালিয়ে তিন সৈন্যকে হত্যা করেছে। ভারত যে ধরনের আক্রমণ চালিয়েছে, তাকে সামরিক পরিভাষায় ‘ক্রস বর্ডার রেড’ বলা হয়। অর্থাৎ, নিয়ন্ত্রণ রেখা টপকে সেনা ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো।

এর আগে শনিবার জম্মু-কাশ্মীরে ভারত-পাক নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনার হামলায় প্রাণ হারিয়েছিলেন এক মেজরসহ চার ভারতীয় সেনা। এদিন ভারতীয় সেনা দলকে নির্দিষ্ট নিশানা করেই হামলা চালানো হয়েছিল। সামরিক পরিভাষায় যার নাম ‘টার্গেটেড কিলিং’।

পাকিস্তানের ‘টার্গেটেড কিলিংয়ের’ জবাবে ভারতের এ ‘ক্রস বর্ডার রেড’ অভিযান। পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ‘নিশ্চিতভাবেই তার প্রতিক্রিয়া’ দেখানো হবে বলে সোমবারের অভিযানের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।

অভিযানে ভারতীয় সেনাদের কেউ আহত হয়নি বলে জানিয়েছে ভারতীয় সামরিক সূত্র। পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতরও (আইএসপিআর) তাদের তিন সেনা নিহতের কথা স্বীকার করেছে।

কোনো ধরনের উসকানি ছাড়াই ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে ভারত এ হামলা চালিয়েছে বলে দাবি পাক আইএসপিআরের।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *