রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টার ও হলমার্কেট মধ্যবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে ওই যুবককে অজ্ঞাত কোনো গাড়ির চাপা দিলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলিস্তানের ফুলবাড়িয়ায় অবস্থিত পুলিশ বক্সের এএসআই ফারুক হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।