গাজীপুর: আগামী ২৬ ডিসেম্বর মঙ্গলবার গাজীপুরের বাহাদুরপুরের রোভার স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে শুরু হচ্ছে অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট ২০১৭।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ৬ দিনব্যাপী এই সমাবেশে সারাদেশের ৭৬০টি কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত রোভার ইউনিটের প্রায় সাড়ে ৭হাজার রোভার স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহন করবেন। তাদের মধ্যে প্রায় দেড়হাজার যুব মহিলাও থাকবেন। এই বিশাল সংখ্যক রোভার স্কাউট ৪টি ভিলেজের ৮টি সাব ক্যাম্পের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এউপলক্ষে স্থাপন করা হচ্ছে তাঁবু, বিদ্যুৎ, পানি সরবরাহ, স্বাস্থ্য সম্মত টয়লেট। ৫শতাধিক রোভার স্কাউট, কর্মকতা, শ্রমিক মুট প্রাঙ্গন প্রস্তুত কাজে সম্পৃক্ত রয়েছেন।
রোববার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুট আয়োজকদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে আরো জানানো হয়- ৬দিন ব্যাপী আয়োজিত সমবেশে রোভারদের জন্য দলগত ও ব্যক্তি পর্যায়ে রয়েছে নানা প্রতিযোগীতা। প্রতিযোগীর বিষয়গুলো হলো:
সুপ্রভাত, তাঁবুকলা, হাইকিং, উয়ূথ ভয়েস, ক্যাম্প ফায়ার, খেলাধূলা, মেধা যাচাই, তথ্য প্রযুক্তি, বাঁধা, সমাজ সেবা, জিডিভি, ক্যারিয়ার প্ল্যানিং, কৃষ্টি ও সংস্কৃতি, প্রবেশ ও ফেরার পালা।
মূট উপলক্ষে প্রকাশ করা হবে স্মরনিকা। এলাকায় ডেন্টাল ক্যাম্প, আই ক্যাম্প,ফ্রিমেডিকেল ক্যাম্প, চীনা আকুপাঙ্চার চিকিৎসাসহ বিভিন্ন রকম সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক ড: দেওয়ান হুমায়ুন কবীর, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক অধ্যাপক সেলিম চৌধুরী, সহ সভাপতি অধ্যাপক এম এ বারী, গাজীপুর জেলা রোভার সহকারী কমিশনার মীর মোহাম্মদ ফারুকসহ রোভার অঞ্চলের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন । বক্তারা জানান, কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত যুবক ও যুব মহিলাদের শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাতিœক উন্নতি সাধনের মাধ্যমে সৎ ও যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে জাতি,ধর্ম, বর্ন নির্বিশেষে একটি শিক্ষা মূলক অন্দোলন হচ্ছে রোভার স্কাউট। রোভার মুট হচ্ছে রোভার দের সর্ব বৃহৎ সমাবেশ।
####
গাজীপুর:
তারিখ:-২৪-১২-১৭ইং