বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক তিতাশ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ভোরের দিকে ঢাকা ক্যান্টনমেন্টের ৭ নম্বর সড়কে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
তার মূল নাম আবু তাহের ভুঁইয়া। কিন্তু তিতাশ চৌধুরী নামেই তিনি পরিচিত।
তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা এবং অসংখ্য বন্ধু শুভাকাক্ষী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
অবসরে যাওয়ার আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। জনপ্রিয় শিক্ষক তিতাশ চৌধুরী বেশ কিছু গ্রন্থের প্রণেতা। তিনি সাহিত্য পত্রিকা অলক্ত সম্পাদনা করতেন। এ নামেই তিনি প্রতি বছর এ দেশের সেরা লেখকদের পুরস্কার প্রদান করতেন।
আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।