ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও নগরীতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে বিপণী বিতানটির তৃতীয় তলায় আগুন লাগে।
দমকল কর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেছেন। একটি কল সেন্টারের বেশ কয়েকজন কর্মী ভেতরে আটকা পড়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ওই তলায় কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিক সামগ্রী রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এ কারণেই আগুন নেভাতে সময় লাগছে।
এদিকে স্থানীয় একজন কর্মকর্তাকে উদ্ধৃত গণমাধ্যমটি জানিয়েছে, ঘটনার শিকার ব্যক্তিদের বাঁচার সম্ভাবনা ‘শূন্য’। তবে কি কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়।