আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিউএজের সাংবাদিক ডেভিড বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড ও মঙ্গলবার সারাদিন এজলাসে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
ডেভিড বার্গম্যান বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের স্বামী ও নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদন বিষয়ক সম্পাদক।
গত ২০ ফেব্রয়ারি সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন আদালত। ট্রাইব্যুনালে ৬ মার্চ হাজির হয়ে ২০১১ সালের ১১ নভেম্বর ও ২০১৩ সালের ২৮ জানুয়ারি ব্লগে লেখার বিষয়ে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়।
ব্লগে লেখার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন করেন হাইকোর্টের আইনজীবী এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তার পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন আইনজীবী মিজান সাঈদ।