রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার দুপুরে গুলশান স্পিনিং মিলের গোডাউনে আগ্নিকান্ডের এক কর্মকর্তাসহ অন্তত ৫ শ্রমিক আহত হয়েছে।
কারখানাটি উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে। এসময় ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, হঠাৎ করে কারখানার পিছনের দিকের গোডাউন থেকে কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে বের হয়ে থাকে। এসময় কর্মরত শ্রমিকরা আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কারখানার সিনিয়র স্টোর ব্যবস্থাক মো.আফজাল হোসেনসহ পাঁচ শ্রমিক আহত হয়।
গুলশান স্পিনিং মিলের জৈষ্ঠ্য মহা-ব্যবস্থাপক মো.আলী আক্কাস আগুন লাগার বিষয় নিশ্চিত করে জানান, আগুন লাগার সাথে সাথে তা নেভাতে কারখানার কর্মীরা কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর পরই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো.আখতারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেফ ইগনেশনের কারনে আগুন লাগে। তদন্ত সাপেক্ষে নিশ্চিত ভাবে এর কারন জানা যাবে।