বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল শেহি।
আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বুধবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এ সময় চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং দলীয় প্রধানের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।