সারদাকাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষ। গতকাল সোমবার আদালত চত্বরে দাঁড়িয়ে সারদাকাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা নয়, গ্রেপ্তারের দাবি জানান তিনি। কুণাল বলেন, আমাকে পুলিশ দিয়ে হেনস্তা করা হচ্ছে। এ সময় কুণালের মুখ আটকে ধরে তাকে জোরপূর্বক গাড়িতে তোলে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে সারদার একটি টিভি চ্যানেলের বেতন-সংক্রান্ত মামলায় কলকাতার ব্যাঙ্কশাল আদালতে নেওয়া হয় কুণাল ঘোষকে। আদালতে দাঁড়িয়েই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন।
তিনি অভিযোগ করেন, সিবিআই যেখানে তাঁর তদন্ত করছে, সেখানে রাজ্য সরকার মূল মামলা বাদ দিয়ে তাঁকে অন্য মামলায় জড়িয়ে সাজা দেওয়ার চেষ্টা করছে। এরপর আদালত থেকে বেরিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন কুণাল।