সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির ৯টি স্মার্টফোন ২০১৭-তে বাজারে এসেছে

Slider তথ্যপ্রযুক্তি

221154gionee

 

 

 

 

স্মার্টফোন কিনতে গিয়ে দাম এবং ক্যামেরার পারফর্মেন্স দেখার পাশপাশি যে আরেকটি প্রধান ফিচার দেখে থাকেন ক্রেতারা সেটি হলো ব্যাটারির ব্যাকআপ ক্ষমতা। সম্প্রতি স্মার্টফোন কম্পানিগুলো তাদের ফোনকে আরো বেশি স্মার্ট করে তোলার জন্য উন্নত হার্ডওয়্যার এবং বেজেল-হীন ডিসপ্লে যুক্ত করার পাশাপাশি শক্তিশালী ব্যাটারির ওপরও জোর দিচ্ছে।

যাতে লোকে তাদের স্মার্টফোন মাত্র একবার চার্জ দিয়েই দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করতে পারেন। ২০১৭ সালে এমন ৯টি স্মার্টফোন বাজারে এসেছে। আসুন জেনে নেওয়া যাক।

১. মটো ই৪ প্লাস : ৫০০০ এমএএইচ ব্যাটারি
একবার চার্জ দিলে দুই দিন একটানা ব্যবহার করা যাবে ফোনটি। দামও খুব বেশি নয়। মাত্র ১৬ হাজার টাকার মধ্যেই কেনা যাবে ফোনটি।

২. শাওমি এমএই ম্যাক্স ২ : ৫৩০০ এমএএইচ ব্যাটারি
ফোনটিতে আছে কোয়ালকম ৩.০ কুইক চার্জার। যা দিয়ে মাত্র এক ঘন্টায় ফোনটির ব্যাটারির ৬৮% চার্জ হয়। আর একবার চার্জেই চলবে দুই দিন।

ফোনটির দাম ২৫ হাজার টাকার মধ্যে।

৩. প্যানাসনিক ইলুগা রে ৭০০ : ৫০০০ এমএএইচ
একবার চার্জে দুইদিন চলবে ফোনটি। দাম ১৬ হাজার টাকার মধ্যে।

৪. ইনফোকাস টার্বো ৫ : ৫০০০ এমএএইচ
ফোনটির ব্যাটারি একবার চার্জ করলে ২৩ ঘন্টা কথা বলা যাবে। আর স্ট্যান্ডবাই থাকবে ৮১৬ ঘন্টা। এই ফোনটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করে। তার মানে এটি দিয়ে অন্য ফোন চার্জ দেওয়া যাবে। দাম প্রায় ১২ হাজার টাকা।

৫. জিওনি এম ৭ পাওয়ার : ৫০০০ এমএএইচ
ফাস্ট চার্জার যুক্ত ফোনটি একবার চার্জ করলে কথা বলা যাবে ৫৬ ঘন্টা আর স্ট্যান্ডবাই থাকবে ৬২৫ ঘন্টা। দাম প্রায় ২৫ হাজার টাকা।

৬. লেনোভো পি ২ : ৫১০০ এমএএইচ
মাত্র ১৫ মিনিট চার্জ করলেই ফোনটি ১০ ঘন্টা চলবে। এই ফোন দিয়ে অন্য ফোনও চার্জ দেওয়া যাবে। দাম পড়বে ২০ হাজার টাকা।

৭. আসুস জেনফোন ৩এস ম্যাক্স : ৫০০০ এমএএইচ
একবারের চার্জে ৩৪ দিন স্ট্যান্ডবাই থাকবে ফোনটি। ৫টি ব্যাটারি মোড আছে যাতে আরো ভালোভাবে ব্যাটারি ম্যানেজ করা যায়। দাম পড়বে সাড়ে ১৯ হাজার টাকা।

৮. স্যামসাং গ্যালাক্সি সি৯  প্রো : ৪১০০ এমএএইচ
বাংলাদেশে ফোনটির দাম পড়বে ৪২ হাজার টাকা।

৯. শাওমি  রেডমি ৪ : ৪১০০ এমএএইচ
শাওমির রেডমি ৪ সিরিজের ৫টি ফোন বাজারে এসেছে ২০১৭-তে। এই সিরিজের ফোনের সর্বোচ্চ দাম ১৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *