রসিক নির্বাচন নি‌য়ে বিএন‌পি পুর‌নো অভ্যাস চর্চা কর‌ছে : সেতুমন্ত্রী

Slider রাজনীতি

Obaidul-Quader

 

 

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লেছেন, রসিক নির্বাচন নি‌য়ে বিএন‌পি তা‌দের পুর‌নো অভ্যাস চর্চা কর‌ছে। আগের নির্বাচ‌নের ম‌তো ফলাফলের আগ পর্যন্ত তারা ঢোল বাজা‌চ্ছে, কারচু‌পি হ‌য়ে‌ছে।

সব নির্বাচ‌নের আ‌গে তারা এসব ভাঙা রেকর্ড বাজায়।

আজ রবিবার বেলা ১১টায় বিআর‌টি‌সির গাবতলী বাস টা‌র্মিনা‌লের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে তি‌নি বক্তব্য রাখ‌ছি‌লেন।

বিএন‌পির অভি‌যো‌গের কোনো বাস্তবতা নেই জানি‌য়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব‌লেন, যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ, কু‌মিল্লায় হ‌য়ে‌ছে একইভা‌বে রংপু‌রেও অনু‌ষ্ঠিত হ‌বে। অবাধ ও নি‌রপেক্ষ নির্বাচনের পরি‌বে‌শের জন্য সরকার সর্বাত্মক সহ‌যো‌গিতা দে‌বে।

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, বিআরটিসির বর্তমানে সচল থাকা অনেক বাস চলে স্টাফ বাস হিসেবে। এটাতে লাভ আছে, কিন্তু যাত্রীসেবায় নাই। এতে যাত্রীরা বঞ্চিত হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যানজটের জন্য কিছুই করার নেই। মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতে হবে।

বিআরটিসি দুর্নীতি ও হয়রানিমুক্ত হবে। যাত্রীসেবার মানোন্নয়নসহ হয়রানিমুক্ত পরিবহন সেবার কাজ চলছে।

এ ছাড়া স্থানীয় সংসদ আসলামুল হক অনুষ্ঠানে আসতে দেরি করায়ও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *