কখনো বুঝে নিও——কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি

একটি জানালা ছিল
সেখানে রোজ আমি দাড়িয়ে তোমাকে দেখতাম,
অনেক কথা বলাই হতো না,
তবুও যেতাম বারেবার যেতাম,
তোমার সুখ-নিদ্রা নীড় দেখতাম ।
আজকে দেখি সেই জানালাটা বন্ধ করে দিয়েছো !
জানতে পারলাম, রাধিকা বিচ্ছেদের পাণ্ডুলিপি
চিত্ত চত্বরে বইছো !
সেখানটাই ঐশ্বরিক দখলদার হতে চাইনি
শুধু অপলক দৃষ্টিতে মরণোত্তরে কাকুতি মিশিয়ে
বলেছি , বুঝে নিও,,
বাক বাক্যহীন তৃষ্ণা বুঝে নিও ,
জানালাটা একটু খোলো চিত্তের চিৎকারে কর্ণপাত
কিছুটা না হয় মাতো ।

প্রিয়ত্তরে জানালা ছিল
সেখানটাই আমি রোজ দাড়িয়ে তোমাকে দেখতাম,
তোমারই চোখে নিজেকে রঙিন দেখি, খুব দেখি গো !
সাদা কালো শাড়ী স্বপ্ন কলঙ্ক হারিয়ে লাল হতে দেখি ,
তবুও দেখি ,

জানো জীবনানন্দ দাশ জীবনের পাণ্ডুলিপি
শেষ হলো না ,
সাদা খাতার পাতা শেষ হয়ে গেলো ।
একই আঁখি দর্শনে আহত অশ্রু বিসর্জনে নিশিকাল ,
কখনো বুঝে নিও চিত্ত দাগের দীর্ঘ সাল
হিসেবের ঝুড়ি হয়ে গেছে অনেকটাই ভার ।

২১/৮/১৯
°°°°°°°°°°°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *