পরবর্তী প্রজন্মের হাতে কংগ্রেস, সভাপতি পদে রাহুল গান্ধী

Slider সারাবিশ্ব

123223Kalerkantho_pic

 

 

 

 

দলের সদর দপ্তরে সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন পেশ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। সোমবার সকাল ১০.৩০ মিনিটে রাহুলের মনোনয়ন পেশের সঙ্গে সূচনা হল নতুন এক অধ্যায়ের।

ভারতীয় কংগ্রেস পার্টির বিগত উনিশ বছরের সভাপতির দায়িত্বে থাকা সোনিয়া গান্ধী এবার নতুন নেতৃত্বের হাতে দলটির হাল ছেড়ে দেবেন।

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সিন্ডিকেট ভেঙে দলের সাংগঠনিক শক্তিকে জোরদার করতে মাঠে নেমেছিল কংগ্রেস। পরবর্তীতে রাজীব গান্ধীর হাতে দলীয় নেতৃত্ব আসায় তার সঙ্গে অম্বিকা সোনি, আনন্দ শর্মা, মধ্যপ্রদেশ থেকে মাধবরাও সিন্ধিয়া, রাজস্থান থেকে রাজেশ পাইলটরা উঠে এসেছিলেন। এবার রাহুলের সঙ্গে তার ‘টিমমেট’ ও নতুন প্রজন্মের কাছেই চলে এল জাতীয় কংগ্রেসের দায়িত্ব।

এদিকে, রাজস্থানে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শচীন পাইলট, সম্পর্কে যিনি কংগ্রেস নেতা রাজেশ পাইলটের ছেলে। দু’জনেরই লক্ষ্য, দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *