ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন প্রকল্পের অনুমোদন

Slider জাতীয় টপ নিউজ

143941Aknak_kalerkantho_pic

 

 

 

 

 

ভাসানচরে ১ লাখ ৩ হাজার ২০০ রোহিঙ্গা শরণার্থীর আবাসন নিশ্চিতে আশ্রয়ন-৩ নামে প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩১২ কোটি টাকা।

চলতি সময় থেকে নভেম্বর ২০১৯ মেয়াদে এ প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানিয়েছে একনেক সূত্র। একনেক সভায় রোহিঙ্গাদের জন্য আবাসন প্রকল্পসহ ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ১৪ প্রকল্পে ব্যয় হবে ১০ হাজার ৯৯ কোটি ২৮লাখ টাকা। যার মধ্যে সরকারি ১০ হাজার ৪৮ কোটি ২৮ লাখ টাকা।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় আশ্রয়ন-৩ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৪ প্রকল্পে ব্যয় হবে ১০ হাজার ৯৯ কোটি ২৮ লাখ টাকা। যার মধ্যে সরকারি ১০ হাজার ৪৮ কোটি ২৮ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *