পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

Slider খুলনা

150854DSC00002_kalerkantho_pic

 

 

 

 

নদীতে নাব্যতা সংঙ্কটের কারণে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া ড্রেজিংয়ের কারণে ঘাটে ফেরি ভীরতে সমস্যা হচ্ছে।

এর ফলে আজ সোমবার দুপুরের পর থেকে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাকসহ সাড়ে তিন শতাধিক যানবাহন। ফলে চলম দুর্ভোগে পরেছে যাত্রী সাধারণরা।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নদীতে নাব্যতা সংঙ্কটের কারণে এ নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া ঘাটের কাছে নাব্যতা ফিরিয়ে আনার জন্য ড্রেজিং করার কারণে ফেরি ভীরতে সময় লাগছে। এ কারণে দুপুরের পর থেকে যাত্রীবাহী কোচের চাপ থাকার কারণে পণ্যবাহী ট্রাক সীমিত আকারে পার করে যাত্রীবাহী বাস অগ্রধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।   এতে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাকসহ সাড়ে তিন শতাধিক যানবাহন।

তিনি আরো জানান, এ নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি মধ্য ১৫টি চলাচল করছে। বাকি ২টি ফেরি মেরামতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *