ইউনেস্কোর নতুন মহাপরিচালক অড্রে অজৌয়াই

Slider সারাবিশ্ব

140914azoulay_kalerkantho_pic

 

 

 

 

ইউনেস্কোর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অড্রে অজৌয়াই। সংগঠনটির সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা এর স্থলাভিষিক্ত হওয়ার জন্য অড্রে অজৌয়াইকে গত ১৩ অক্টোবর মনোনীত করা হয়েছিল।

জেনারেল কনফারেন্সের ৩৯তম অধিবেশনের সভাপতি জোহর আলাউই এর সভাপতিত্বে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে নতুন এই মহাপরিচালককে অভিনন্দন জানানো হয়। আগামী ১৫ নভেম্বর থেকে তিনি ইউনেস্কোর দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে।

নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল অড্রে অজৌয়াই বলেন, সাম্প্রতিক মাসগুলোতে যেসব মানুষকে দেখেছি আমার বিশ্বাস তারা  ইউনেস্কোর কাছ থেকে অনেক কিছু আশা করে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সম্মুখীন হওয়া এবং সর্বক্ষেত্রে ঐক্য এবং শান্তির জন্য প্রচেষ্টা করতে আমাদেরকে কাজ করতে হবে।

এ ছাড়াও সম্মেলন থেকে সাবেক ডিরেক্টর জেনারেল ইরিনা বাকুবাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ সময় বিভিন্ন দেশের মন্ত্রী,  রাষ্ট্রপ্রধান ও কূটনীবিদগণ ইরিনা বাকুবাকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে শ্রদ্ধা জানান। ইরিনা বাকুবা তার বক্তব্যে নবনিযুক্ত ডিরেক্টর জেনারেলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইউনেস্কো আরো শক্তিশালী হবে। আগের চেয়ে আরো প্রাণবন্ত ও বিশ্বের সকল সমস্যা মোকাবেলায় সঠিক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *