গাজীপুরে পারিবারিক বিরোধে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুরে পারিবারিক ঝগড়ার জেরে স্বামীর মারধরে আহত গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাবেয়া (২০)। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি মধ্যপাড়া এলাকার আফজাল হোসেনের (২২) স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি মধ্যপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আফজাল হোসেনের সাথে একই ইউনিয়নের নলজানি পূর্বপাড়া এলাকার জহিরুল ইসলামের মেয়ে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাবেয়াকে নানাভাবে নির্যাতন করা হতো। গতকাল বুধবার দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধোর করে স্বামী আফজাল হোসেন।

নিহতের মা নিলুফা জানান, রাত ১১টার দিকে আফজালের বাবা মোবাইল ফোনে তাদের জানায় রাবেয়া অসুস্থ। পরে রাতেই রাবেয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে নিহতের স্বামী আফজাল হোসেনসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। জয়দেবপুর থানার ওসি মো: জাবিদুল ইসলাম জানান, ঘটনার কথা শুনেছি। তবে আমরা কোন অভিযোগ পাইনি। পারিবারিক ঝগড়ার কারণে স্বামী তার স্ত্রীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *