ঠাকুরগাঁওয়ে দুইদিনব্যাপী ইংলিশ কার্নিভালের পর্দা নামলো আজ

Slider টপ নিউজ

_20171009_212137

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুইদিনব্যাপী ইংলিশ কার্নিভালের সমাপ্তি হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৮-৯ অক্টোবর দুইদিনব্যাপী এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টি পারপাজ হলরুমে কার্নিভালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মাঝে ইংরেজি বিষয়ের প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করার মাধ্যমে ইংরেজির গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজনের মূল লক্ষ্য।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আআখতারুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. দুলাল উদ্দিন ও মো. মানিক হোসেন সরকার, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম শিশির।

অভ্যাগত অতিথিরা বলেন, এরকম প্রোগ্রাম নিয়মিত আয়োজন করা হলে ছাত্রদের ইংরেজিভীতি দূর হবে এবং ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পাবে।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভ্যাগত অতিথিরা উক্ত বিতর্কের বিচারকার্য পরিচালনা করেন।

ইংলিশ কার্নিভাল উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে সকল আনুষ্ঠানিকতা শেষ হয়।

এস. এম. মনিরুজ্জামান মিলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *