বঙ্গোপসাগরে ৩০ মাঝিমাল্লাসহ ট্রলারডুবি, একজনের মরদেহ উদ্ধার

জাতীয় টপ নিউজ

image_156389.bay of bengalকক্সবাজারের সেন্টমার্টিন্সের ২৭ নটিক্যাল মাইল পশ্চিমে এফভি বন্ধন নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এক জেরের মরদেহ উদ্ধার করা হয়েছে। চার জেলেকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন অন্তত ২৫ জন মাঝিমাল্লা। আজ শুক্রবার ভোরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের বরাত দিয়ে সেন্টমার্টিন্স কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. এম আশিকুর রহমান জানান, আজ ভোরে সেন্টমার্টিন্সের পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে ৩০ জন মাঝিমাল্লাসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী অন্যান্য মাঝ ধরার ট্রলারের মাঝিমাল্লারা এগিয়ে এসে চারজন জেলেকে উদ্ধার করে। পরে একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়, তবে অন্য ২৫ জন মাঝিমাল্লার ভাগ্যে কি ঘটেছে- তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোস্ট গার্ডের একটি দল নিখোঁজ জেলেদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে কেউ মারা গেছেন কিনা- তাও নিশ্চিত করতে পারেননি কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
দুর্ঘটনার কারণ হিসেবে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারটি অন্য একটি বড় জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে- এমন একটি তথ্য জানা গেছে। এদিকে, নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রজয় মাঝিমাল্লাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে বলে নৌবাহিনীর একটি সুত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *