মাওয়া-কাওড়াকান্দিতে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন

জাতীয়

indexমুন্সীগঞ্জ: ঘন কুয়াশা ও নবনির্মিত শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাটের এপ্রোচ সড়ক সরু হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের উভয়পাড়ে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনগত রাত থেকে আটকা পড়া এসব যানবাহন শুক্রবার (২৮ নভেম্বর) ভোর রাত ৫টা পর্যন্ত পারাপার হতে না পারায় উভয়পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এর ফলে কনকনে শীতের মধ্যে নৌ-রুটের উভয়পাড়ে আটকে পড়া যানবাহনের শত শত যাত্রী নিজ নিজ যানবাহনের ভেতরে শীতে কাতর হয়ে দুর্ভোগের মধ্যে রাতযাপন করেছেন। খাবার ও পানি সঙ্কটে যাত্রীবাহী বাসে থাকা মহিলা ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে।
এদিকে বৃহম্পতিবার মধ্যরাত পেরিয়ে শুক্রবার ভোর রাতেও কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের পদ্মায় ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় কুয়াশার তীব্রতা আরও বৃদ্ধি পেলে যেকোনো মুহূর্তে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসি’র মাওয়া কার্যালয়ের ঘাট সুপার নুরুল আমিন শুক্রবার ভোররাত ৪টার দিকে জানান, ঘন কুয়াশায় ধীরগতিতে ফেরি চলাচল ও শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাটের এপ্রোচ সড়ক সরু হওয়ায় যানবাহন লোড-আনলোড করতে সময় বেশি লাগছে। এ কারণে নৌ-রুটের উভয়পাড়ে যানবাহনের চাপ দেখা দিয়েছে।
মাওয়া হাইওয়ে পুলিশ জানায়, আটকে পড়া যানবাহনে থাকা যাত্রীদের নিরাপত্তা দিতে ফেরিঘাট, মাওয়া চৌরাস্তাসহ আশপাশ এলাকায় টহল অব্যাহত রেখেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *