বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এগিয়ে বাংলাদেশ

Slider গ্রাম বাংলা
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এগিয়ে বাংলাদেশ

বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৭-১৮ অর্থবছরে ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ।

গত অর্থবছরে বাংলাদেশের অবস্থান ছিল ১০৬।বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে সেরা পাঁচ-এ আছে সুইজারল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও জার্মানি।

আজ বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই সূচকে বাংলাদেশে এগিয়ে গেলেও এক ধাপ পিছিয়েছে ভারত (৪০তম)। তার পর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে দেশটি।

বাংলাদেশের মতো সাত ধাপ এগিয়েছে পাকিস্তানও। তবে বাংলাদেশের চেয়ে পাকিস্তান (১১৫) এখনো পিছিয়ে। তালিকায় ৩৮ নম্বরে আছে রাশিয়া। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের অবস্থান যথাক্রমে ৬৮ ও ৮০ তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *