রোহিঙ্গাদের ৬ কোটি ইউরো সহযোগিতা দেবে জার্মানি

Slider টপ নিউজ সারাবিশ্ব

রোহিঙ্গাদের ৬ কোটি ইউরো সহযোগিতা দেবে জার্মানি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ছয় কোটি ইউরো সহযোগিতার ঘোষণা দিয়েছে জার্মান সরকার। জার্মান সরকারের জরুরি ত্রাণ তহবিল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া সকল রোহিঙ্গাদের এই সহযোগিতা দেওয়া হবে বলে জানা গেছে।

গতকাল সোমবার বিকেলে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান সাইবার্ট বার্লিনে এই ঘোষণার কথা নিশ্চিত করেন। খবর স্পিগেল অনলাইন সংস্করণের।

জার্মান মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে গত কয়েক সপ্তাহে চার লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষ আশ্রয় নিয়েছে। এই বিপুলসংখ্যক শরণার্থীরা এই মুহূর্তে মানবেতর জীবনযাপন করছেন। এ ছাড়া এ ঘটনা মানবতার বিরুদ্ধে আগ্রাসন।

তিনি আরো বলেন, বার্লিনের এই সাহায্য জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের সহযোগিতায় সীমান্তের দুই দিকে জরুরি খাদ্য, চিকিৎসা ও মৌলিক চাহিদার জন্য ব্যয় করা হবে।

প্রসঙ্গত রাখাইন রাজ্যে নতুন করে শুরু হয় সেনা অভিযানের পর এখন পর্যন্ত ৪ লাখের উর্ধে মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। তাদের মধ্যে ২ লাখ ৪০ হাজার শিশু বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংগঠনগুলোর জোট ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *