‘শ্যামল শ্রীপুর গড়তে’ দু’লাখ বৃক্ষ বিতরণ

Slider গ্রাম বাংলা

শ্যামল শ্রীপুর
রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাকে ‘‘শ্যামল শ্রীপুর’’ গড়তে দু’লাখ বৃক্ষ বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার বেলা ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতারের উপস্থিতিতে ফলজ, বনজ, ঔষধীর ২ লাখ চারা (গাছ) বিতরণ করা হয়।
জানা যায়, এসব চারা (গাছ) উপজেলার আটটি ইউনিয়ন পরিষদকে ৮০ হাজার, পৌর সভায় ২০ হাজার, উপজেলা কৃষি অফিসের (সিইজি) ৩ হাজার, প্রাথমিক বিদ্যালয়ে ৫৫ হাজার ও মাধ্যমিক বিদ্যালয় ১০ হাজার, মাদ্রাসা ৫ হাজার, মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনকে বাকি ২৭ হাজার চারা (গাছ) বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
ইউএনও রেহেনা আকতা বলেন, ‘‘এসো শ্যামল শ্রীপুর গড়ি’’ এই স্লোগানে আগামী ২২ আগস্ট মঙ্গলবার বেলা ১১টা থেকে ১১:৩০ টা পর্যন্ত মিনিট মানে ত্রিশ মিনিটের মধ্যে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে এক যোগে সারা উপজেলায় ২ লাখ বৃক্ষরোপণ করা হবে।
#শ্রীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *