কখন নারীদের কাছে পুরুষের আকর্ষণ সবচেয়ে কম, জানালো সমীক্ষা!

Slider গ্রাম বাংলা
কখন নারীদের কাছে পুরুষের আকর্ষণ সবচেয়ে কম, জানালো সমীক্ষা!


কুড়িতেই মেয়েরা বুড়ি হয়ে যায়। কিন্তু ছেলেরা কী তবে চিরযৌবনের অধিকারী হয়ে থাকে।

বয়স বাড়লেও কী তাদের আকর্ষণ একই রকম থাকে। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুরুষদের আকর্ষণ কমে যায় নির্দিষ্ট একটি বয়সে। সেই বয়সেই নারীদের কাছে ‘বোরিং’ হয়ে যান পুরুষেরা।সম্প্রতি ‘এয়ারবিএনবি’ ২০০০ পুরুষের উপর একটি পরীক্ষা করেছিল। সমীক্ষায় বলা হয়েছে, ২৭ বছর বয়সে পুরুষরা সব থেকে সপ্রতিভ থাকে, মনের দিক দিয়ে। কিন্তু, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মানুষগুলোই কেমন যেন নিষ্প্রভ হয়ে যায়। সমীক্ষা অনুযায়ী পুরুষরা সব থেকে বোরিং হয়ে যায় ৩৯ বছর বয়সে।

কিন্তু কেন এমনটা হয়। সমীক্ষায় বেরিয়ে এসেছে তারও উত্তর। ২৭ বছরের পর থেকেই জীবনের দায় দায়িত্ব চলে আসে পুরুষদের কাঁধে। বাইরে-বাড়ির কাজের জন্য একঘেঁয়েমি চলে আসে জীবনে। এয়ারবিএনবি’র সেই সমীক্ষায় আরও বলা হয়েছে, পুরুষদের তুলনায় নারীরা বোরিং হয় আরও আগেই, ৩৫ বছর বয়সে। কিন্তু সঙ্গে এও বলা হয়েছে যে, ৩৫ বছর বয়সেই নারীদের যৌন আবেদন সব থেকে বেশি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *