মুস্তাফিজের প্রতি আরও যত্নবান হওয়া উচিৎ: ওয়ার্নার

Slider খেলা
মুস্তাফিজের প্রতি আরও যত্নবান হওয়া উচিৎ: ওয়ার্নার

টাইগার পেসার মুস্তাফিজ রহমানকে খুব ভালো করেই জানেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের জার্সিতে খেলেন দুইজনই।

তাই কাটার মাস্টারের বিরল প্রতিভাকে বারবারই স্মরণ করেন তিনি। আর তারই জের ধরে এই প্রতিভার প্রতি আরও যত্নবান হতে বললেন অসি এই ব্যাটসম্যান।চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বুধবার জন্মদিনের দিন ওয়ার্নারকে আউট করেছেন মুস্তাফিজ। তবুও সংবাদ সম্মেলনে মুস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসা করে ওয়ার্নার বলেন, ‘আমার মনে হয় সে খুব ভালো একজন বোলার। তার প্রতি বাংলাদেশের আরও যত্নবান হওয়া উচিৎ। আমি মনে করি সে বিরল একজন প্রতিভা, বিরল একজন বোলার। ‘

পেস বোলারদের ঠিকভাবে ব্যবহারের কথা উল্লেখ করে ওয়ার্নার আরও বলেন, ‘আপনাকে অবশ্যই ফাস্ট বোলারদের যত্ন নিতে হবে যখন সে আপনার নাম্বার ওয়ান স্ট্রাইক বোলার। সামনে যদি অনেক টেস্ট বা ওয়ানডে ম্যাচ থাকে আপনার খেয়াল রাখতে হবে আপনি কোনটাকে অগ্রাধিকার দিবেন; টেস্ট, ওয়ানডে না টি-টুয়েন্টি। এটা অবশ্যই ওর (মুস্তাফিজ) সঙ্গে আলোচনার মাধ্যমে হওয়া উচিৎ। এটা তার উপরই নির্ভর করে সে একটি সংস্করণ খেলবে না দু’টি নাকি তিনটিই। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *