গাজীপুরে ২৪ ঘন্টায় রেকর্ড ১০ জনের মৃত্যু, করোনা আক্রান্ত ১৩৮

Slider গ্রাম বাংলা


ইসমাঈল হোসেন, গাজীপুর: গত ২৪ ঘন্টায় গাজীপুরে সর্বোচ্চ ১০ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৮ জন।

আজ শনিবার গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। সরকারি এই সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় ১৩৮ জন ব্যাক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯১, শ্রীপুরে ০, কালিয়াকৈরে ০৮, কাপাসিয়ায় ২২ ও কালিগঞ্জে ১৭ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় করোনায় নতুনভাবে ১০ জন মারা গেছেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ২৯২। সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ৪৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে ১৩৮টি । পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুরে সর্বমোট ১৫৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৯৭৫৬, শ্রীপুরে ১৮৫৯, কালিয়াকৈরে ১৬৭২, কালিগঞ্জে ১০৪১ ও কাপাসিয়ায় ১০৬৫ জন । জেলায় সর্বমোট করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন ২৯২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *