শ্রদ্ধা ও প্রার্থনায় সালমানকে স্মরণের প্রস্তুতি শিল্পী সমিতির

Slider বিনোদন ও মিডিয়া

শ্রদ্ধা ও প্রার্থনায় সালমানকে স্মরণের প্রস্তুতি শিল্পী সমিতির

ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ।

২১ বছর পেরিয়ে গেলেও কাটেনি সালমান মৃত্যুর রহস্য। পৃথিবীর ওপারে চলে যাওয়া স্বপ্নের নায়ক সালমান শাহকে তার অবদান ও শ্রদ্ধাঞ্জলি জানাতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতিও।সেই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সালমানের প্রিয় স্থান এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে। বুধবার সালমানের প্রয়াণ দিনে বাদ আসর সবাইকে এ আয়োজনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, সালমান শাহ মাত্র ২৭টি ছবি দিয়ে তিনি ঝড় তুলেছিলেন ঢাকাই ছবিতে। আজও তার আবেদন ও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। নন্দিত এ নায়কের মৃত্যুবার্ষিকীতে আমরা ছোট একটি আয়োজন করেছি। তার কর্মকে স্মরণ করব ও তার বিদেহি আত্মার শান্তি কামনায় দোয়া করা হবে। এ আয়োজনে সালমানের পরিবার, তার ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *